ফেনী প্রতিনিধি: ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবাহে রবিবার সকাল থেকে হঠাৎ করে ফেনীর মুহুরী নদীর পানি বাড়তে শুরু করেছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর পানি ১১ দশমিক ৫ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় দুই উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। পাউবো থেকে রাতের মধ্যেই পানির চাপ কমতে পারে বলে আশ্বাস দেয়া হচ্ছে।
গত বছর মুহুরী নদীর পানির চাপে ফেনীতে ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় দেখা দেয়। ওই বন্যায় অন্তত ২৯ জনের প্রাণহানীসহ হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির কবলে পড়ে ফেনী।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত দুইদিন যাবত ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে রবিবার সকাল থেকেই পানির প্রবাহ বাড়তে দেখা গেছে। রবিবার সকাল ৯টায় ৮ দশমিক ৯৫ সেন্টিমিটার, দুপুর ১২টায় ১০ দশমিক ৩৯ সেন্টিমিটার এবং দুপুর ১টায় ১০ দশমিক ৯৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ চার ঘণ্টায় প্রায় ২ সেন্টিমিটার পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রবিবার বিকালের দিকে পানির চাপে পরশুরামের ধনিকুন্ডা ও নোয়াপুর এলাকায় নদী রক্ষা বাঁধের দুইটি স্থানে ঝুঁকি দেখা দেয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে মাটি ভর্তি ব্যাগ দিয়ে পানির নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড এ ধরনের কোন ঘটনা অবহিত নয় বলে জানিয়েছেন।
এদিকে ফুলগাজী ও পরশুরামের জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই তাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কেউ কেউ বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছে। আবার কেউ নদীর পানি চাপ ব্যাখ্যা করে নিজ বাড়িতেই আতঙ্ককে সঙ্গী করে রাত্রী যাপন করছেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, রবিবার সকাল ৯টায় মুহুরী নদীর পানি বিপদসীমার ৮ দশমিক ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা ৭টার দিকে পানির প্রবাহ ১১ দশমিক ৫ সেন্টিমিটারে পৌঁছে।
তিনি জানান, মুহুরী নদীর পানির প্রবাহের বিপদসীমা হচ্ছে ১২ দশমিক ৫ সেন্টিমিটার। তবে এখন পর্যন্ত পানি বিপদসীমার নিচে রয়েছে। রাতের মধ্যেই পানির চাপ আরো কমতে পারে। পানির চাপ এ অবস্থায় থাকলে ফেনীতে বন্যার সম্ভাবনা নেই বলে মনে করেন পাউবির এ কর্মকর্তা। তারপরও সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি।
এদিকে ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, উজানে ভারী বর্ষণের ফলে রবিবার ফেনীতে মুহুরী নদীর পানির চাপ বৃদ্ধি পায়। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করে যাচ্ছে। বাঁধের নিরাপত্তা ও দ্রুত মেরামত প্রয়োজন হলে এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমতাবস্থায় সকলকে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে প্রশাসনকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।
জুবায়ের আল মুজাহিদ