ফেনীতে জুলাই অভ্যুত্থানের সময় আহত ৩৪৩ জন জুলাই যোদ্ধার মাঝে ৩ কোটি ৪৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধাপে ধাপে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, সমাজসেবা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা প্রমুখ।
আয়োজক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় এই আর্থিক সহায়তা বিতরণ করা হয়। মন্ত্রণালয়ের গ্যাজেটে অন্তর্ভুক্ত ‘সি’ ক্যাটাগরির আহত ৩৪৩ জন জুলাই যোদ্ধাকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ কোটি ৪৩ লাখ টাকা প্রদান করা হয়।
এর আগে ফেনীতে নিহত ও আহত ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝেও সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।