ফেনী সরকারি কলেজের দখল হওয়া জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে তারা মানববন্ধনে অংশ নেন।
উপস্থিত বক্তারা বলেন, ফেনী সরকারি কলেজের জায়গা জবর দখল করে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে একটি ভূমিদস্যু চক্র। দখলকৃত জমিতে দোকান ঘরসহ সকল কিছু তুলে দিয়ে কলেজের ভুমি দখল মুক্ত করতে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
এ সময় শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি মানা না হয়, তাহলে সদর হাসপাতাল সংলগ্ন জায়গায় লং মার্চ পালন করা সহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।
শিক্ষার্থীদ্যার স্লোগান দিতে শোনা যায়, ‘ফেনী কলেজের জায়গা লই, চুদুরবুদুর চইলতো ন’।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল হালিম মানিক, ছাত্রশিবিরের সভাপতি মো. ইউনুস, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ, মুহাইমিন তাজিম ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম পলাশসহ অনেকে।