ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে গোসল করতে নেমে সাইফুল ইসলাম রাজু (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ক্যাম্পাসেই এই দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম রাজু চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার বাসিন্দা এবং ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিভিল টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খেলাধুলা শেষে রাজুসহ কয়েকজন শিক্ষার্থী ইনস্টিটিউটের পুকুরে গোসল করতে নামে। সবার অগোচরে রাজু ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে এক শিক্ষার্থীর পায়ে তার দেহের স্পর্শ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।