মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শরিয়তপুরে সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

-বিজ্ঞাপণ-spot_img

ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে। 

বুধবার (২৪ এপ্রিল) ১১টায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ নেতা আব্দুল জলিল মাদবরের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত ২৭ মার্চ দু’পক্ষের সংঘর্ষে বোমার আঘাতে সজীব মুন্সী নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার জেরে বুধবার সকালে আবারো দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

এ সময় তারা ফসলি জমিতে নেমে একে অপরপকে লক্ষ্য করে হাতবোমা ছুড়তে থাকে। বোমার মুহুর্মুহু শব্দে ভারী হয়ে উঠে আশেপাশের এলাকা। এই ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাদবর অভিযোগ করে বলেন, কুদ্দুস বেপারীর সমর্থকরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদের লোকজনের ওপর হামলার প্রস্তুতি নেয়। তারা আজ সকালে শাহাবুদ্দিন সারেং নামে আমার এক সমর্থকের হাত-পা ভেঙে দেয়। পরে আমাদের লোকজন খবর পেয়ে তাদের প্রতিরোধ করে।

এদিকে অভিযোগ অস্বীকার করেন বিলাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী। তিনি বলেন, জলিল মাদবর আমাদের লোকজনকে মারার জন্য অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনেছে। পরে আজ সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি করে। আমার এক লোক গুরুতর আহত হয়।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক...

ভোটারকে ঘুষি মেরে কারাগারে ব্রিটিশ এমপি!

ভোটারকে ঘুষি মারার দায়ে মাইক অ্যামসবারি নামে যুক্তরাজ্যে এক এমপিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তর্ক-বিতর্কের একপর্যায়ে রাস্তায় একজন ভোটারকে ঘুষি মেরে ফেলে দেওয়ার অভিযোগে তাকে...

ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে আনা হচ্ছে: প্রেস সচিব

ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

ভুয়া ভুয়া স্লোগান, বিএনপি নেতা বললেন ‘আমি কি এত পঁচে গেছি’

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার নাম উঠলেই ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। ক্ষুব্ধ ওই নেতা মাইক হাতে নিয়ে বললেন, 'আমার নাম...

সম্পর্কিত নিউজ

পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার...

ভোটারকে ঘুষি মেরে কারাগারে ব্রিটিশ এমপি!

ভোটারকে ঘুষি মারার দায়ে মাইক অ্যামসবারি নামে যুক্তরাজ্যে এক এমপিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তর্ক-বিতর্কের...

ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে আনা হচ্ছে: প্রেস সচিব

ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট...
Enable Notifications OK No thanks