চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা বিশাল ময়লার ভাগাড় নিয়ে ‘মহাসড়ক যেন ময়লার ভাগাড়, নিরব ভূমিকায় প্রশাসন’ শিরোনামে মাল্টিমিডিয়া রিপোর্ট প্রকাশ করে ফেস দ্যা পিপল। সংবাদ প্রকাশের পর টনক নড়ে পৌর প্রশাসনের।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়ক থেকে ময়লাগুলো অপসারণ করে পৌর প্রশাসন।
এর আগে মহাসড়কের পাশে স্তূপাকারে জমে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, পোকার বিস্তার ও রোগবালাইয়ের আশঙ্কা। এতে ভোগান্তিতে পড়েছিলেন স্থানীয়রা।
বারইয়ারহাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। ইতোমধ্যে মহাসড়কের উপর থাকা বর্জ্য অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মূলত কয়েকজন পরিচ্ছন্নকর্মী অসুস্থ হওয়াতে এমন ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্যও ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়দের দাবি, ময়লা সরানোর পর এখন কিছুটা স্বস্তি মিলেছে। তবে স্থায়ী সমাধান না হলে এই ভোগান্তি আবারো ফিরে আসবে বলেও জানান পথচারীরা।