জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফেস দ্যা পিপলের সম্পাদক ও পরিচালক সাইফুর সাগর দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে এই উপলক্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই উচ্চ বিদ্যালয়ের হল রুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজক ছিলেন— বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাইফুর সাগর। তিনি বলেন, ‘এটি আমার জীবনের সৌভাগ্য, আমি নিজের গ্রামের প্রথম স্কুলে সংবর্ধিত হয়েছি। আমার স্কুলজীবনের দুইজন শিক্ষক এখনও কর্মরত, এটা আমার জন্য গর্বের।’
তিনি আরও বলেন, ‘নতুন শিক্ষকদের উৎসাহ, সততা ও উদ্দীপনা দেখে আমি অনুপ্রাণিত। আমার সহপাঠী, ছোট ভাই-বোন, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও দায়িত্ববান করে তুলেছে।’
সামাজিক পরিবর্তনের আহ্বান জানিয়ে সাইফুর সাগর বলেন, ‘এই সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। লালমাই উচ্চ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। এই লক্ষ্যেই আমরা সবাই মিলে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’
তিনি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অন্যান্য শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, স্কুল কমিটির সভাপতি শাহ আলম সাহেবের নেতৃত্বে বিদ্যালয়টি অপ-রাজনীতি থেকে দূরে থেকে সামনে এগিয়ে যাবে।
অনুষ্ঠানজুড়ে ছিল এক আন্তরিক পরিবেশ। সাইফুর সাগরের বক্তব্য ও উপস্থিতিতে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানটি স্থানীয়ভাবে প্রশংসিত হয় এবং অনেকেই এটিকে ‘প্রত্যাবর্তনের স্মরণীয় মুহূর্ত’ বলে উল্লেখ করেন।