শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাবিতে নতুন ঐক্য, লিয়াজোঁ কমিটি গঠন

১৮ জানুয়ারি, ২০২৫

জাবি প্রতিনিধি: দেশব্যাপী চলমান সংকট নিরসন ও ফ্যাসিবাদ মোকাবেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০টি ছাত্র সংগঠনের অংশগ্রহণে নতুন ঐক্য গঠন করা হয়েছে। এছাড়া সংগঠনগুলো থেকে প্রতিনিধি নিয়ে ৭ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি শাখার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নতুন ঐক্যে অংশ নেওয়া সংগঠনগুলো হলো- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, জাস্টিস ফর জুলাই, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন ও আধিপত্যবাদ বিরোধী মঞ্চ।

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি বদ্ধপরিকর। আমরা মনে করি, দেশব্যাপী চলমান সংকট, আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত মূলত একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে দমন করার উদ্দেশ্যে পরিচালিত। পাশাপাশি স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রচেষ্টা। তবে ছাত্র সমাজের ঐক্যমতে চলমান দ্বন্দ্ব নিরসন এবং ফ্যাসিবাদ মোকাবেলা করা সম্ভব। তার প্রেক্ষিতে ফ্যাসিবাদ বিরোধী নতুন ঐক্য গঠন করা হয়েছে।

এতে বলা হয়, নবগঠিত লিয়াজোঁ কমিটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কার্যক্রম পরিচালনার জন্য সমন্বিত পরিকল্পনা তৈরি করবে। এমনকি দেশের চলমান সংকট মোকাবিলায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা পালন করবে। পাশাপাশি গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে দেশের সংকট নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি এক সভা আহ্বান করে। সভায় জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী এবং ফ্যাসিবাদবিরোধী সক্রিয় বিভিন্ন ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় সকল সংগঠন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ