প্যারিসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপেক্ষা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মোদিকে একপ্রকার এড়িয়ে গেছেন।
সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময়, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যখন অন্য নেতাদের সঙ্গে করমর্দন করছিলেন, তখন নরেন্দ্র মোদি তার কাছে হাত বাড়ালেও তাকে পুরোপুরি এড়িয়ে যান। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশেই দাঁড়িয়ে ছিলেন মোদি।
সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যটি ভাইরাল হয়ে পড়েছে, এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ মনে করছেন, এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা হতে পারে।
এই ঘটনার পর, ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে মোদি প্যারিসে থাকা অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন এবং এলিসি প্যালেসে আয়োজিত একটি নৈশভোজে তাদের সাক্ষাৎ হয়।