গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএইচআইএস কারখানার শ্রমিকরা এই অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা স্থানীয় এলাকাতে ব্যাপক ভোগান্তি সৃষ্টি করে।
এদিকে, শ্রমিকদের ‘উচ্ছৃঙ্খল আচরণের’ অভিযোগে বিএইচআইএস কারখানাটি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারখানা কর্তৃপক্ষ একটি নোটিশে জানায়, গত ১০ মার্চ সকালে কর্মীরা নিয়মবহির্ভূতভাবে কাজে যোগ না দিয়ে কারখানার ভিতরে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। বারবার তাদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা হলেও, তারা কাজে ফিরে আসেননি, এবং তাদের এই আচরণকে অবৈধ ধর্মঘট হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, এই ধরনের কর্মীদের কারণে কারখানায় নাশকতা ঘটতে পারে।
নোটিশে আরও বলা হয়, ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে পরিস্থিতি অনুকূল হলে কারখানা খোলার তারিখ জানানো হবে।