শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
Homeস্বাস্থ্য ও চিকিৎসাবকেয়া ভাতার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের আন্দোলন

বকেয়া ভাতার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের আন্দোলন

spot_img

বকেয়া ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন নন-রেসিডেন্সি কোর্সের চিকিৎসকেরা।

বুধবার সকালে বিএসএমএমইউয়ের বটতলায় কয়েকশ চিকিৎসক এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ থেকে চিকিৎসকেরা এতে অংশ নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনটি নন-রেসিডেন্স কোর্স রয়েছে। সেগুলো হলো এমফিল, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্স। এসব কোর্সে সরকারি-বেসরকারি মেডিকেল থেকে এমবিবিএস পাস করা ৭৮১ জন চিকিৎসক ৯ মাস ধরে কোনো ভাতা পাচ্ছেন না। আমরা ভিসি স্যার ও মন্ত্রণালয়ে গিয়ে কোনো সাড়া পাইনি। তাই আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

জানা যায়, নন-রেসিডেন্স কোর্সে ভর্তি চিকিৎসকরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত ৯ মাস পার হলেও তাদের কোনো ভাতা দেওয়া হয়নি। কোর্সে ভর্তি থাকলে নিয়ম অনুযায়ী অন্য কোথাও চাকরি বা প্রাইভেট প্র্যাকটিস করারও সুযোগ নেই। এক্ষেত্রে ভাতা ছাড়া ঢাকায় থাকাটাও কষ্টসাধ্য বলে জানান তারা।


ফেরদৌস আলম নামের একজন বলেন, লজ্জায় পরিবারের কাছে টাকা চাইতে পারি না। যেহেতু এমবিবিএস পাস করেছি, তাই পরিবার মনে করে নিজে চলতে পারব। কিন্তু নন-রেসিডেন্স কোর্সে ভর্তি হয়ে বিপদে পড়েছি।

তিনি বলেন, ন্যায্য পাওনা ভাতাও পাচ্ছি না, আবার কোথাও চাকরি করার সুযোগও পাচ্ছি না। দুই বছর মেয়াদি এই কোর্সে ৬ মাস পরপর ফি দিতে হয়। সেই টাকার জন্য পরিবারের ওপর নির্ভর করতে হয়।

৯ মাস ধরে ২০ হাজার টাকা করে ভাতাবঞ্চিত ৭৮১ জন চিকিৎসককে দ্রুত ভাতা দেওয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত আমাদের ন্যায্য ভাতা চালু করা হোক। নইলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুশিয়ারি দেন তারা।

সর্বশেষ নিউজ

লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যান দেন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী...

শাপলা চত্বর নিয়ে সৈয়দ আশরাফকে দোষ দেওয়া ঠিক নয়: সোহেল তাজ

শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে দোষারোপ...

শাপলা চত্বর নিয়ে সৈয়দ আশরাফকে দোষারোপ ঠিক নয়, বললেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, শাপলা চত্বরের ঘটনায় সৈয়দ আশরাফকে নিয়ে যেসব দোষারোপ...

বেফাক থেকে আওয়ামী দোসরদের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

এস এম সাইফুল ইসলাম, প্রতিনিধি: কওমী মাদরাসার শিক্ষাবোর্ড 'বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ' থেকে আওয়ামী...

More like this

লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যান দেন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী...

শাপলা চত্বর নিয়ে সৈয়দ আশরাফকে দোষ দেওয়া ঠিক নয়: সোহেল তাজ

শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে দোষারোপ...

শাপলা চত্বর নিয়ে সৈয়দ আশরাফকে দোষারোপ ঠিক নয়, বললেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, শাপলা চত্বরের ঘটনায় সৈয়দ আশরাফকে নিয়ে যেসব দোষারোপ...