ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরে-ই- বাংলা ও বঙ্গবন্ধু হলে ইফতারের মেনু হিসেবে প্লাস্টিকের বাটিতে করে মোরগ পোলাও সরবরাহ করে হল কর্তৃপক্ষ। তবে সে খাবার খেতে না পেরে ফেলে দিয়েছেন হলের শিক্ষার্থীরা। এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন তারা।
শেরে-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবদুল মোমেন বলেন, আজকের ইফতারে মূলত পঁচা ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ করেছে হল কর্তৃপক্ষ যা খাওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। খাবারের মাংস টক ছিল। অন্যদিকে, বেগুনিতে বেগুনের পরিবর্তে শাক জাতীয় খাবার দেওয়া হয়েছে।
আরেক শিক্ষার্থী রুম্মান হোসেন বলেন, শেরে বাংলা হলে দেওয়া মোরগ পোলাও নষ্ট ছিলো। দুর্বল প্রশাসনের মুখে থু। ইফতারিতে এমন তামাশা দরকার ছিল না।
এ বিষয়ে শেরে-ই-বাংলা হলের ডায়নিং পরিচালক মো. মামুন বলেন, খাবারের বিষয়ে একেক জায়গা থেকে বিভিন্ন ধরণের কথা শুনেছি, একেকজনের মুখের স্বাদ একেকরকম। কেউ কেউ খাবার ভালো আছে বলেও জানিয়েছে।
শেরে বাংলা হলের প্রভোস্টের কাছে এমন খাবার পরিবেশন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি প্রতিবেদককে বলেন, সাতশত জনের খাবার রান্না করা হয়েছে, আপনি কত জনের কাছে থেকে শুনেছেন? আর এ বিষয়ে আমি এখনও জানি না, জেনে জানাচ্ছি।
পরবর্তীতে একাধিকবার কল দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া প্রতিবেদককে নিউজ না করার পরামর্শ দিয়ে বলেন, আমি অবশ্যই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিব।