ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে ব্যবসায়ীদের দ্বন্দ্ব-বিরোধের কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল।
শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ফায়ার সার্ভিসের অফিসে হামলা পূর্বপরিকল্পিত। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের উদ্দেশ্য কী ছিল খতিয়ে দেখা হচ্ছে।
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে গোলাম ফারুক বলেন, রাজনীতিবিদরা ব্যবহার করায় কিশোর গ্যাং কালচার বাড়ছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য শিশু আইনের সংশোধনী প্রয়োজন।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। আগুনে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন।
এদিনের আগুনে ২ হাজার ৯৩১টি কাপড়ের দোকান পুড়ে যায় এবং নিঃস্ব হয়ে পড়েন অনেক ব্যবসায়ী।