বঙ্গোপসাগর পাড় দুবলার চরের আলোর কোলে জেলে পল্লিতে জলদস্যুদের হামলা, লুটপাট ও মুক্তিপণ আদায়ের জন্য জেলেদের জিম্মি করেছে জলদস্যুরা।
এসময় অস্ত্রসহ তিন ভারতীয় জলদস্যুকে আটক করে কোস্ট গার্ডের হাতে তুলে দিয়েছে জনতা।
সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিৎ করেন দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন।
কামাল উদ্দিন জানান, আটক জলদস্যুদেরকে দুবলা চরের কোস্ট গার্ড কন্টিজেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, রোববার রাত ১১টার দিকে একটি ভারতীয় ফিশিং ট্রলার থেকে ১৫-১৮ জন জলদস্যু দুবলা চরের জেলে পল্লিতে হামলা চালায় এবং লুটপাট শুরু করে। পরে দস্যুদল দুই ভাগে বিভক্ত হয়ে ২০ থেকে ২৫ জন জেলেকে জিম্মি রেখে অন্য পল্লিতে হানা দেয়।
এ পরিস্থিতিতে, জিম্মি জেলেরা সাহসিকতার সাথে দস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এক দস্যু জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। তবে, অন্য জেলেরা ধাওয়া করে তিন ভারতীয় জলদস্যুকে আটক করে এবং তাদের কাছ থেকে দেশীয় একনালা বন্দুক, কয়েক রাউন্ড গুলি এবং ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করে।
এরপর আটক দস্যুদের কোস্ট গার্ডের হাতে তুলে দেয়া হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় অভিযান চলছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।