বুধবার, ২ জুলাই, ২০২৫

বড় দল হিসেবে বিএনপির স্যাক্রিফাইসটাও বেশি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

দেশ ও গণতন্ত্রের স্বার্থে দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির স্যাক্রিফাইসটাও বেশি বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন,‘বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমাদের নেতাকর্মীদের বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকেই পাশে রাখুন।’

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বড় হলে সমস্যাও বেশি, দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে–এই ঐতিহ্যকে সামনে রেখেই দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে।

তারেক বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি যদি শক্ত করতে হয়, তবে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভিন্নমতকে সহনশীলতা ও সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোই হবে দলের পথ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। তারপরও অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও অনেক ছাড় দিয়েছে বিএনপি। অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি। যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়।

বিএনপির গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের চর্চা আমরা শুধু রাষ্ট্রে নয়, দলের মধ্যেও বজায় রাখতে চাই। গণতন্ত্রে বিশ্বাস বলেই আমরা ভিন্নমতকে গুরুত্ব দিই, শুনি এবং সমাধানের চেষ্টা করি।’

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একজনের অপকর্মের দায় যেন পুরো দলকে না বহন করতে হয়। দলের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাই হবে দলের মূল দায়িত্ব।

খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ তারেক রহমান মানুষের ভোটাধিকার নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ঐকমত্য কমিশনের সভা শেষে সুখবর দিলেন জামায়াত নেতা তাহের

ঐকমত্য কমিশনের সভা শেষে সুখবর দিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেছেন, একটা বিষয়ে আমরা প্রায়ই ঐকমত্যে পৌঁছেছি, সেটা হচ্ছে...

চাকরি হারালেন সেই সহকারী কমিশনার তাপসী

বর্তমান সরকারকে অসাংবিধানিক আখ্যা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দিয়ে ব্যাপক আলোচনায় আসা লালমনিরহাটের জেলা প্রশাসক কার্যালয়ের সেই সাবেক...

মনোনয়ন নিশ্চিত মামদানির, গ্রেফতারের হুমকি ট্রাম্পের

নিউইয়র্কের মেয়র নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন তরুণ রাজনীতিক জোহরান মামদানি। ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরানের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে নিউইয়র্ক সিটির...

জেলা প্রশাসনের সহায়তা পেলেন বিধবা আমেনা

ঝালকাঠির সদর উপজেলার মির্জাপুর গ্রামের অসহায় বৃদ্ধা বিধবা আমেনা বেগমকে সহায়তা করেছে জেলা প্রশাসন। ৭০ বছর বয়সী আমেনা বেগম ৩০ বছর আগে স্বামী হারান। তার...

সম্পর্কিত নিউজ

ঐকমত্য কমিশনের সভা শেষে সুখবর দিলেন জামায়াত নেতা তাহের

ঐকমত্য কমিশনের সভা শেষে সুখবর দিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।...

চাকরি হারালেন সেই সহকারী কমিশনার তাপসী

বর্তমান সরকারকে অসাংবিধানিক আখ্যা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট...

মনোনয়ন নিশ্চিত মামদানির, গ্রেফতারের হুমকি ট্রাম্পের

নিউইয়র্কের মেয়র নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন তরুণ রাজনীতিক জোহরান...