বন্ধ থাকা এবং নবনির্মিত দুটি হল দ্রুত চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেল চারটা থেকে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বসে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে অবস্থানরত শিক্ষার্থীদের ভাষ্য, হলে তোলার জন্য কলেজ কর্তৃপক্ষ গত এক মাস আগে শিক্ষার্থীদের একটি মৌখিক সাক্ষাৎকার নিয়েছিল। কিন্তু এখনো হলে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সেই তালিকা কলেজ কর্তৃপক্ষ প্রকাশ করছে না। আগষ্টের পর থেকেই বন্ধ আছে, আমরা অনেক কষ্টে হলের বাইরে থাকতে হচ্ছে। প্রশাসন বারবার আশ্বাস দিয়েও হল চালু করছে না।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ মুঠোফোনে ফেস দ্যা পিপলকে বলেন,’শিক্ষার্থীদের জন্য তিতুমীর কলেজের দুটি হল রয়েছে কিন্তু জুলাই আন্দোলনের পর থেকে এখনো বন্ধ রয়েছে। এরমধ্যে নবনির্মিত শহিদ মামুন হল এখনও উদ্বোধন করা হয়নি। অপরদিকে আক্কাসুর রহমান আঁখি হল জুলাই অভ্যুত্থানের সময় থেকে বন্ধ রয়েছে। যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রশাসন হল খুলে না দিচ্ছে সেই পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।’
হল চালুর বিষয় তিতুমীর কলেজের অধ্যক্ষ মুঠোফোনে ফেস দ্যা পিপলকে বলেন, আমরা আমাদের পক্ষ থেকে দ্রুত কাজ করে যাচ্ছি। যেনো খুব শীঘ্রই শিক্ষার্থীরা হলে উঠতে পারে।
হল চালু হতে কেনো বিলম্ব হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিকাদাররা আমাদেরকে হল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা এখনও কাজ শেষ করতে পারেনি। আমরা তাড়া দিয়ে যাচ্ছি, যেনো দ্রুত সব কাজ শেষ করে। ১৫ জুনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান হলের চাবি বুঝিয়ে দিলে সাথে সাথেই আমরা শিক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত করে দিবো।