ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারে নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
শুক্রবার (৩০ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও দাওয়াতি বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দুর্যোগকালীন এই পরিস্থিতিকে কেন্দ্র করে মানবিক দায়িত্ব পালনে জেলা ও উপজেলা পর্যায়ের সব দায়িত্বশীল ও কর্মীদের সর্বাত্মকভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে কেন্দ্রভিত্তিকভাবে চিহ্নিত করতে হবে। ঝড়বিধ্বস্ত, রাস্তাঘাট ভেঙে যাওয়া ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে হবে।স্থানীয়দের সঙ্গে সহমর্মিতাপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করে পরিকল্পিতভাবে কাজ শুরু করতে হবে।প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর তালিকা তৈরি করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে। আঞ্চলিক ভিত্তিতে বাস্তবসম্মত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও বেশি বেশি দোয়া ও ইস্তিগফারের আহ্বান জানানো হয়েছে।