ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) রাত দশটার পর আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানের নিষেধাজ্ঞা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷
সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশ বিষয়টি জানানো হয়েছে৷
নোটিশ বলা হয়, এতদ্বারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় রাত ১০.০০ টার পর কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবে না। ভিজিল্যান্স টিম (প্রক্টোরিয়াল বডি) যদি রাত ১০.০০ টার পর কোনো বহিরাগতকে ঘোরাঘুরি বা অবস্থান করতে দেখে, তাহলে তার বা তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।