রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

ববিতে শিক্ষক হয়রানির বিরুদ্ধে মানববন্ধন, নম্বর টেম্পারিংয়ের অভিযোগ প্রত্যাহার করলেন শিক্ষার্থী

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ণ

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায় এর বিরুদ্ধে নম্বর টেম্পারিং এর অভিযোগ প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (স্নাতকোত্তর) শিক্ষার্থী মো. লুৎফর রহমান।

বৃ্হস্পতিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ঐ শিক্ষার্থী তার পূর্বে করা নম্বর টেম্পারিংয়ের অভিযোগ প্রত্যাহারের বিষয়ে আবেদন জানান।

অভিযোগ প্রত্যাহারের আবেদন জানিয়ে উপাচার্য বরাবর ঐ শিক্ষার্থী লিখেন, ‘আমি গত ৩০ জুলাই ২০২৩ তারিখে আপনার বরাবর একটি অভিযোগ দিয়েছিলাম। শ্রদ্ধেয় প্রক্টর মহোদয়, উন্মেষ রায় স্যার ও বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে আলোচনা করে তাঁদের কথায় আমি আশ্বস্ত হয়েছি এবং আমি আমার ভুল বুঝতে পেরে অভিযোগটি প্রত্যাহার করছি।’

এর আগে গত রোববার (৩০ জুলাই) ঐ শিক্ষার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়ের বিরুদ্ধে নম্বর টেম্পারিং ও অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিবহন পুলের ম্যানেজার বরাবর দুটি পৃথক লিখিত অভিযোগ পত্র জমা দেন।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে আজ বেলা ১১ টায় অধ্যাপক উন্মেষ রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের গণমাধ্যমকর্মীরা অভিযোগকারী শিক্ষার্থীকে কেন অ্যাম্বুলেস সেবা থেকে বঞ্চিত করা হলো, এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে পারেনি৷ তবে ঐ শিক্ষক প্রায় সকলকে কম নম্বর দেয়। সুতরাং, নম্বর টেম্পারিংয়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি মানববন্ধনকারীদের।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ