31 C
Dhaka
Friday, September 20, 2024

ববির বঙ্গবন্ধু হলের শৌচাগারে মিললো দেশীয় অস্ত্র

ডেস্ক রিপোর্ট:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে দা, কাঁচি, স্টাম্প ও পাইপসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ জুন) ভোরের দিকে উদ্ধার করা এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।

হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোরের দিকে তিনি হলের শৌচাগার ব্যবহারের উদ্দেশ্যে গেলে সেখানে হট্টগোল শুনতে পান, পরে তিনি সহ আরো শিক্ষার্থীরা উপস্থিত হয়ে সেখানে কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্টাম্পসহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেওয়া হয়। পরে হল প্রভোস্টকে ফোনে বিষয়টি জানানো হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন বলেন, ‘পঞ্চম তলার একটি শৌচাগারের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে ফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ৩ জুন (শনিবার) বিশ্ববিদ্যালয়ের শেরে ই বাংলা হলের কয়েকটি কক্ষ থেকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...