27 C
Dhaka
Tuesday, September 17, 2024

ববির চিকিৎসক তানজিনের বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

বি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে নারী চিকিৎসক সহকর্মীর সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. তানজিন হোসেনের বিরুদ্ধে। নারী সহকর্মীকে তার কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানান ভুক্তভোগী ঐ নারী চিকিৎসক।

এ বিষয়ে ভুক্তভোগী নারী চিকিৎসক ডা. কামরুন নাহার এই প্রতিবেদককে বলেন, গত ২৪ এপ্রিল মেডিকেল সেন্টার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদসহ বেশ কিছু কারণে আজ ডা. তানজিন হোসেন আমার ওপর চড়াও হয়ে তার রুমে ডেকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ৷ আমাকে এক পর্যায়ে ‘বেয়াদব মহিলা’ বলে সম্বোধন করেন৷ আমার দপ্তরেই আমার সহকর্মীর দ্বারা আমি এমন হেনস্তার শিকার হবো এটা আমি কখনও চিন্তাই করিনি। আমি মানসিক ভাবে খুবই বিপর্যস্ত। কর্তৃপক্ষের কাছে আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত সিনিয়র মেডিকেল অফিসার ডা.তানজিন হোসেন বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। তবে তিনি আমার কক্ষে এসেছিলেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম বলেন, এমন কোন ঘটনা ঘটেছে বলে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত:পূর্বক ব্যবস্থা নিবো।

গত ২৪ই এপ্রিল (বুধবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অফিস সময়েও প্রায় ২ ঘন্টা অফিসে ছিলেন না ডা. তানজিন হোসেন। সে সময় চিকিৎসা সেবা না নিয়েই ফিরে যান অনেক শিক্ষার্থী। পরে এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। যা নিয়ে ঐ নারী চিকিৎসকের ওপর চড়াও হন ডা. তানজিন হোসেন। তিনি এর আগেও একাধিকবার অফিস ঠিক মতো না করার জন্য সংবাদের শিরোনাম হয়েছেন।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...