ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টার নিয়ে শিক্ষার্থী এবং কর্মরতদের অভিযোগের তদন্ত সাপেক্ষে সমাধান করে প্রয়োজনীয় চিকিৎসা আয়োজন নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার(২৯ এপ্রিল) গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অনিকা সিধি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক সিবাত আহমেদ এবং সদস্য সচিব সাগর মিত্র এক যৌথ বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে অনিয়মে নিমজ্জিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার। চিকিৎসা সেবা নিতে আসা অসুস্থ শিক্ষার্থীদের হতাশ করে ফিরিয়ে দেয়াটা যেন মেডিকেল সেন্টারের একমাত্র দায়িত্বে পরিনত হয়েছে। বহুদিন ধরে চলে আসা এই চর্চা শিক্ষার্থীদের বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যূনতম চিকিৎসা সেবা প্রদানে অপারগতার জন্য দায়ী প্রশাসনের সদিচ্ছার অভাব।
তারা আরও জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে নিয়ে শিক্ষার্থীরা অতীতে বহুবার অভিযোগ জানিয়েছে। মেডিকেল সেন্টারে গিয়ে চিকিৎসক না পাওয়া, প্রাথমিক চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং ওষুধ এর অপ্রতুলতার মত গুরুতর অভিযোগের সমাধানের ক্ষেত্রেও প্রশাসন যথেচ্ছ উদাসীনতা দেখিয়েছে।
সম্প্রতি কর্মরত সিনিয়র মেডিকেল অফিসারের বিরুদ্ধে এক জুনিয়র নারী সহকর্মী অশোভন আচরণ ও হেনস্থার অভিযোগ তুলেছেন। আবার ওই নারী সহকর্মীর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার মত পালটা অভিযোগ এসেছে।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল মনে করে শিক্ষার্থী এবং কর্তব্যরত চিকিৎসকদের থেকে যে অভিযোগগুলো এসেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত না করতে পারলে মেডিকেল সেন্টার পূর্ণাঙ্গ সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের চিকিৎসা দিতে সমর্থ হবে না। ফলে এক্ষেত্রে প্রশাসনকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
মেডিকেল সেন্টারের সকল অনিয়ম দূর করে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মেডিকেল সেন্টারকে শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী তথা সকল অংশীজনদের আস্থা এবং নির্ভরযোগ্যতা অর্জন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান তারা।