বরগুনার আয়লা ইউনিয়নের নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দিকে উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া নামক এলাকায় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ সময়ে মৃত খালেক ও আকলিমার পাঁচ বছর ও এক বছর বয়সী ২ কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- আবদুল খালেক মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩২) এবং তার স্ত্রী আব্বাস মৃধার মেয়ে আকলিমা বেগম (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে প্রতিবেশীরা ঘরের সামনের বারান্দায় গলাকাটা অবস্থায় দেখতে পান আকলিমাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতর প্রবেশ করলে ওই স্থানে তারা আকলিমার স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বিষয়টি ফেইস দ্যা পিপলকে নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।