জাবি প্রতিনিধি: ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১৩ তম প্রজাপতি মেলা। সারাদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে চলে এই উৎসব।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম।
দিনব্যাপী মেলায় প্রজাপতি বিষয়ক ছবি আঁকা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, শিশু-কিশোরদের প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উডানো, বারোয়ারি বিতর্ক,প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও শিশুদের জন্য কাকতাড়ুয়া পাপেট দলের পরিবেশনায় প্রজাপতির গল্পে পাপেট শো আয়োজন করা হয়।
প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলামকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৩ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ জহির রায়হানকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।
মেলার আহ্বায়ক অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন,সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। পরাগায়নের মাধ্যমে প্রজাপতি পরিবেশ ও প্রকৃতি এবং বনাঞ্চল রক্ষায় ভূমিকা রাখছে। পরিবেশের ছোট্ট প্রাণিটিকে ভালবাসতে হবে। শিশুদের যদি প্রজাপতির গুরুত্ব অনুধাবন করানো যায় তাহলে তারা প্রজাপতির গুরুত্ব বুঝতে পারবে।তাই মানুষের মাঝে প্রজাপতির জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই মেলার আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী প্রজাপতি মেলা সবার কাছে প্রিয় হয়ে উঠেছে।এই মেলা উপভোগ করতে অনেক দর্শনার্থী আসেন।প্রজাপতি মেলায় প্রজাপতির আদলে যে সকল প্রদর্শনী হয় তা শিশুদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে।আমরা আগামী জানুয়ারিতে পাখিমেলার আয়োজন করবো। বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য রক্ষা ও ভৌত অবকাঠামো সমন্বয় করে আমরা দুইটি মাস্টারপ্ল্যান করার পরিকল্পনা নিয়েছি।এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সব ধরনের চেষ্টা করছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মৌসুমী টয়লেট্রিজের চেয়ারম্যান রাজিব উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অধিকর্তা মুকিত মজুমদার বাবু, বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক, বন সংরক্ষণ বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম, আইইউসিএন-এর সারোয়ার আলম প্রমুখ।
উল্লেখ্য, প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা আয়োজিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ‘কীটতত্ত্ব’ শাখা এই মেলার আয়োজন করে।