শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বলপ্রয়োগে বিক্ষোভ দমনের যে পরিকল্পনা করেছিলেন হাসিনা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানকালে শেখ হাসিনার কর্মসূচি নিয়ে জাতিসংঘের একটি তদন্ত দল গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। এই তথ্যগুলো বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে পাওয়া গেছে, যারা জানিয়েছেন, শেখ হাসিনা গত ১০ জুলাই রাতে ডিজিএফআইয়ের মহাপরিচালককে ছাত্রনেতাদের সঙ্গে গোপন আলোচনা করার অনুমতি দিয়েছিলেন।

১৬ জুলাইয়ের পর, তিনি আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করতে বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদেরও যুক্ত করেছিলেন, যারা ছিলেন সাবেক আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। জাতিসংঘের প্রতিবেদনে এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা মনে করতেন যে, যদি তাদের ‘হেভি ইউনিট’ মোতায়েন করা হয়, তবে শুধুমাত্র জিহাদিরাই রাস্তায় থাকবে এবং অন্যান্য বিক্ষোভকারীরা ফিরে যাবে।

এই কর্মকর্তা আরও জানান, শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিতভাবে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে বিক্ষোভ পরিস্থিতি তদারকি করতেন। জাতিসংঘ তাদের ফোনের কল লগ পর্যবেক্ষণ করে এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানান, শেখ হাসিনা প্রতিদিন নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে বিক্ষোভ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন পেতেন, এবং তিনটি গোয়েন্দা সংস্থা—ডিজিএফআই, এনএসআই ও পুলিশের বিশেষ শাখা (এসবি)—সরাসরি তাকে রিপোর্ট দিত।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়, ৪ আগস্ট শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকের সভাপতিত্ব করেন। ওই বৈঠকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন, এবং তারা ঢাকায় পদযাত্রা ঠেকাতে পুনরায় কারফিউ জারি এবং সেগুলো কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।

৪ আগস্ট রাতে, প্রধানমন্ত্রীর বাসভবনে একটি আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সবাই একমত হন যে আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশ রোধ করতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ যৌথভাবে মোতায়েন হবে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে।

জাতিসংঘের দল এক কর্মকর্তা থেকে জানা গেছে, ৫ আগস্ট সকালে বিজিবির মহাপরিচালকের কাছে দুটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়েছিল। প্রথম বার্তাটি আন্দোলনকারীদের কাছ থেকে এসেছিল, যেখানে তারা মিছিলে অংশগ্রহণকারীদের ঢাকায় কোন রুট ব্যবহার করতে হবে সে সম্পর্কে তথ্য দিয়েছিল। দ্বিতীয় বার্তায় একটি ভিডিও ছিল, যেখানে মিছিলে আসা ব্যক্তিদের নিরাপত্তা বাহিনীর প্রতিরক্ষা লাইন অতিক্রমের জন্য পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে, ৫ আগস্ট শেখ হাসিনা একটি কর্মকর্তার কাছ থেকে ফোনে জানতে পেরেছিলেন যে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায়...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে নিগার সুলতানাদের জন্য। নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ হাসি হাসলো...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এরপর স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে দেন ঘটনার...

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল হুতি

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া...

সম্পর্কিত নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা...