বসন্তকে স্বাগত জানানোর উদ্দেশ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী বসন্ত উৎসব-১৪৩১ এ ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বসন্ত উৎসব বাংলা, বাঙালি সংস্কৃতির সাথে এবং আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত।
তিনি বলেন, চারুকলা বিভাগের এই আয়োজন সত্যিই অবাক করার বিষয় এই কারণেই যে, তারা আসলেই বাংলা, বাঙালি জাতি, বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতির উন্নতির পরিস্ফুটন এবং এর প্রকাশের জন্য কাজ করে যাচ্ছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় প্রদর্শনী পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান সহ চারুকলা বিভাগের শিক্ষকবৃন্দ।
চিত্র প্রদর্শনী নিয়ে তিনি বলেন, আমি যে ছবি গুলো দেখলাম, এ ছবিগুলোর মধ্যে বাংলাদেশের হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় সংস্কৃতি, গ্রাম্য সংস্কৃতি, আধুনিক সংস্কৃতি সবকিছুরই সংমিশ্রণ আছে। ছাত্রদের আজকের এ বসন্ত বরণ উৎসব এবং এর পাশাপাশি চিত্র প্রদর্শনী তাদের যোগ্যতাকে তুলে ধরে এবং তারা যে আমাদের সংস্কৃতি নিয়ে আগামী দিনে কাজ করতে পারবে এ প্রত্যাশাও আমাদের মাঝে জাগায়।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান জানান, চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সবসময় বসন্তের আনন্দের মধ্য দিয়ে যায়। চারুকলা বিভাগ যে ব্যতীক্রম সেটা প্রমাণিত আজকের আয়োজন। প্রত্যাশা করি আমাদের হৃদয় শিল্পীদের হৃদয়ের মতো সুশোভিত হোক।
এসময় শিক্ষার্থীরা বলেন, বসন্ত উৎসব ইবির বুকে এক অনন্য ধারা।এর সুবাস ছড়িয়ে যায় পুরো ক্যাম্পাসজুড়ে।এখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।মাতিয়ে রাখে আশেপাশের পরিবেশকে।আমরা মন নিয়ে উপভোগ করি এসব উৎসবমুখর সকাল সন্ধ্যা।আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকুক।বারবার এসব অনুষ্ঠান আমাদের মনে দোলা দিক।
পরিশেষে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টরকে তাদের নিজেদের তৈরী সরা পেইন্টিং উপহার দেয়।