36 C
Dhaka
Friday, September 20, 2024

বহিষ্কৃত ও বাদ পড়া নেতাদের দলে ফেরাতে জিএম কাদেরকে রওশনের আদেশ

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আদেশ দিয়েছেন দলের বহিষ্কার হওয়া, অব্যাহতি পাওয়াসহ বাদ পড়া নেতাদের দলীয় পদে ফেরানোর জন্য। 

বুধবার(২১ সেপ্টেম্বর) দলীয় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ‘স্থগিত করে’ রওশন এরশাদ জাপা চেয়ারম্যানকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন৷

তবে জাতীয় পার্টি দাবি করেছে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের এ চিঠির কোনো বৈধতা নেই। দলীয় গঠনতন্ত্রের কোনো ধারা, উপধারা স্থগিত বা বাতিলের ক্ষমতা রওশন এরশাদের নেই।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ মুহূর্তে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।  বিরোধীদলীয় নেতার প্যাডে স্বাক্ষর করে তিনি এ চিঠি দিয়েছেন। রওশানের রাজনৈতিক সচিব গোলাম মসিহ জানিয়েছেন, জাপা চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।

২০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এ চিঠিতে রওশন এরশাদ বলেন, নবম কাউন্সিলে অনুমোদিত জাপার গঠনতন্ত্রের ২০ ধারার ২ উপধারাগুলোর অপব্যবহার করা হচ্ছে। এসব ধারা উপধারা দেশের সংবিধান পরিপন্থী। এই উপধারার অব্যবহার করে বিনা নোটিশে দলের নেতাদের বহিষ্কার, অব্যাহতি দিচ্ছেন জাপা চেয়ারম্যান। যা দলের নেতাকর্মীদের রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধান অধিকার ক্ষুন্ন করছে।

জাপার লাখ লাখ নেতাকর্মী এই ধারা বাতিল চায়। রওশান এরশাদ জাপার অভিভাবক হিসেবে আগামী সম্মেলন এসব ধারা স্থগিতের ঘোষণা দেন।

রওশন এরশাদ জিএম কাদেরকে নির্দেশনা দিয়েছেন মশিউর রহমান রাঙ্গা, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সাবেক মন্ত্রী এমএ সাত্তার, ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদসহ দল থেকে বহিস্কার হওয়া ও অব্যহতি পাওয়া সব নেতাকে আগের পদে পুনর্বহাল করতে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...