সীমান্তে স্থিতিশীলতা আনতে এবং উন্নয়নের জন্য বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। আন্তর্জাতিক চাপের মুখেও যারা মিয়ানমারকে সমর্থন জানিয়েছেন, এসময় তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এই সেনাকর্তা।
মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন তিনি। আজ বুধবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমআরটিভিতে এই ভাষণ প্রচার হয়।
ভাষণে মিন অং হ্লাইং বলেন, ‘আমরা কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক দেশ এবং সংস্থা ও ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই, যারা সব ধরনের চাপ, সমালোচনা ও হামলার মধ্যেই ইতিবাচকভাবে আমাদের সহযোগিতা করেছে।’
তিনি বলেন, আমরা চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সীমান্তের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য আমরা একত্রে কাজ করবো।
দিনটি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানালেও রোহিঙ্গা সংকট নিয়ে বরাবরের মতোই নিশ্চুপ ছিলেন জান্তা প্রধান।