কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে, যখন ওই চোরাকারবারী বাংলাদেশের সীমান্তে অবৈধভাবে মাদক ও গরু পারাপার করতে চেষ্টা করছিলেন।
ঘটনাস্থলটি ছিল কুড়িগ্রামের গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছে, ভারতের ভূখণ্ডে মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায়। সেখানেই নিহতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই মরদেহ উদ্ধার করে।
নিহত যুবক জাহানুর আলম (২৪) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার মরাকুটি ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা এবং গরু চোরাচালানে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে একদল চোরাকারবারী ভারতের সীমান্ত থেকে গাঁজা ও গরু নিয়ে বাংলাদেশের দিকে আসার চেষ্টা করেন। এ সময় বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে জাহানুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। চিৎকার করার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার সহযোগীরা পালিয়ে যান।
ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়। বিএসএফ জানায়, এই ঘটনার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এবং এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে, বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।