শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত জানালেন ভারতের চিকিৎসকরা

১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:০৪ অপরাহ্ণ

সম্প্রতি গুঞ্জন উঠেছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া রোগীদের চিকিৎসা দেবেন না ঐ দেশের চিকিৎসকরা। তবে এবার ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএম)।

পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স একইসঙ্গে অনুরোধ করেছে যাতে দুই দেশের ব্যবসায় কোনো ধরনের লোকসান না হয় সে বিষয়ে দৃষ্টি রাখতে।

বুধবার (৪ ডিসেস্বর) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের আইএম এর দুই সদস্য ও চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী। একইদিনে বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য অনির্বাণ গুপ্ত অনুরোধ করেছেন যাতে কোনো ধরনের লোকসান না হয়।

চিকিৎসকদের আরও মানবিক হওয়ার জন্য অনুরোধ করে এই দুই চিকিৎসক বলেন, কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না। এছাড়া রোগীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে।

অচিরেই এই সমস্যা কেটে যাবে মন্তব্য করে এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী বলেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েছেন, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল ট্যুরিজম।

বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে তারা জানান, ওই নাম্বারে রোগীরা ফোন দিলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।

অপরদিকে, বুধবার (৪ ডিসেম্বর) সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের ব্যবসাতেও প্রভাব পড়া উচিত নয় বলে মনে করেছে বেঙ্গল চেম্বার অব কমার্স।

ওই সংগঠনের সদস্য অনির্বাণ গুপ্ত বলেন, চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। দুই দেশেরই উচিত দুই দেশকেই সম্মান করা।









spot_img

সর্বশেষ

আরও সংবাদ