শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ-ভারতীয়দের তাণ্ডব!

১৮ জানুয়ারি, ২০২৫, ০৭:১৮ অপরাহ্ণ

শিবগঞ্জ সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএসএফ ও ভারতীয় জনগণ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের ঘরবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে, একই সময় তারা আশপাশের গাছ কেটে ফেলছে। এ নিয়ে দুই দেশের সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, বিজিবি ও বাংলাদেশিদের প্রতিরোধের মুখে তারা কিছুটা পিছু হটছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিএসএফ ও ভারতীয়রা অত্যন্ত সহিংসভাবে গ্যাস বোমা নিক্ষেপ করছে, এতে তাদের প্রতিরোধ করা একেবারে কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সীমান্তের উত্তেজনাকর এমন পরিস্থিতিতে নতুন প্রেক্ষাপট সৃষ্টি করেছে। তারা দেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণ করছে।

এর আগেও, বিএসএফ সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিলো, এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে।

বিএসএফ ও ভারতীয় নাগরিকদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ আন্তর্জাতিক আইন করছে।

স্থানীয়রা বলছেন, একদিকে তারা আমাদের জমি ও সম্পদ ধ্বংস করছে, অন্যদিকে তাদের বাহিনীর আক্রমণ আমাদের প্রতিরোধকে কঠিন করে তুলছে।

বিজিবি এবং স্থানীয় জনগণ সম্মিলিতভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ