জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের রাষ্ট্রদূত এই প্রথম জাপা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরায় জাপা চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে এ সময় স্বাগত জানিয়েছেন জিএম কাদের ও তার উপদেষ্টা শেরিফা কাদের।
জিএম কাদের এ সময় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের অবদানের কথা উল্লেখ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো হবে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জাতীয় পার্টি চেয়ারম্যানের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন জানিয়ে জিএম কাদেরকে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনের দূতাবাসের পলিটিক্যাল ডিরেক্টর জিনথ উই, পলিটিক্যাল ফেন্জ জিজিয়া, জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।