সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ম্যাচের প্রথমার্ধ হলো একটি মাঠে, আর দ্বিতীয়ার্ধ অন্য মাঠে। এমন ঘটনা বাংলাদেশে আগে কখনও ঘটেনি। আন্তর্জাতিক ফুটবলেও এমন নজির বিরল।
আজ বিকেল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছিল বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। তবে এর পরপরই বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। খেলার উপযোগী থাকে না মাঠ।
এক ঘণ্টা অপেক্ষা করা হয়। মাঠকর্মীরা চেষ্টা চালান মাঠ খেলার উপযোগী করতে। কিন্তু তাতেও মাঠে পানি জমে থাকে। ফলে দুই দলের সঙ্গে আলোচনা করে ম্যাচের দ্বিতীয়ার্ধ অন্য ভেন্যুতে নেওয়ার সিদ্ধান্ত হয়।
পরিকল্পনা অনুযায়ী, আজই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দ্বিতীয়ার্ধ শুরু হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। স্টেডিয়ামের পাশেই এই মাঠ অবস্থিত। এটি টার্ফের তৈরি হওয়ায় বৃষ্টির পানি জমে না। ফলে দ্রুত খেলার উপযোগী হয় মাঠটি।
এই অনুশীলন মাঠে এর আগে আন্তর্জাতিক দল অস্ট্রেলিয়াও অনুশীলন করেছে। ফলে মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে একই ম্যাচ দুই মাঠে অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে ফুটবল অঙ্গনে।
বর্তমানে দেশে বর্ষা মৌসুম চলছে। প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকে। কিংস অ্যারেনার মাঠ কাদায় ভরে যাচ্ছে। এই কাদায় খেলতে গিয়ে খেলোয়াড়দের ইনজুরির আশঙ্কাও বাড়ছে। আজকের ম্যাচেও ফুটবলাররা কাদায় হেঁটেই খেলেছেন প্রথমার্ধ।