বাংলাদেশের দুটি ভূগোলগত করিডোর বা চিকেন নেক ভারতের শিলিগুড়ি করিডোরের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ—এমন মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার একটি মানচিত্র শেয়ার করে তিনি বলেন, বাংলাদেশের এই দুই সংকীর্ণ করিডোর সামান্য অবরোধেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
ভারতের শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেন নেক’ নামে পরিচিত, মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত এবং এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে। হিমন্ত দাবি করেন, ঠিক এমনই ঝুঁকিপূর্ণ করিডোর রয়েছে বাংলাদেশের ভেতরেও, যা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর।
তিনি বলেন,যারা বারবার ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দেন, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশের নিজস্ব দুটি করিডোর রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকির মুখে
তার দেওয়া মানচিত্র অনুসারে, প্রথম করিডোরটি উত্তর বাংলাদেশ করিডোর, যা ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে শুরু হয়ে রংপুর বিভাগ পর্যন্ত বিস্তৃত। এই করিডোরটি প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ। শর্মার মতে, এ পথটি বন্ধ হয়ে গেলে রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
দ্বিতীয় করিডোরটি ‘চট্টগ্রাম করিডোর’, যার দৈর্ঘ্য মাত্র ২৮ কিলোমিটার। এটি ঢাকা ও চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করে। তিনি বলেন,এই করিডোর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রকে একত্রে রাখে।