শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

বাংলাদেশের সীমান্তে ঢুকে রাখালদের ওপর গুলি চালালো বিএসএফ

১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:১০ অপরাহ্ণ

লালমনিরহাটের কালীগঞ্জে সীমান্তের এপারে অথাৎ বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে দুই রাখালকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এ ঘটনার পর ওই সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাংলাদেশি দুই রাখাল হলেন- এনামুল হক ও ইন্দু মিয়া। তারা একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে বাংলাদেশ সীমান্তের জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এনামুল হক ও ইন্দু মিয়া। এ সময় হঠাৎ করেই বিএসএফের এক সদস্য তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন।

তারা আরও জানান, ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী রাখালদের অভিযোগ, প্রতিনিয়তই বিএসএফ সদস্যরা বাংলাদেশি রাখালদের ধাওয়া করেন। এমনকি অনেক সময় আটকে মারধর করেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে। আপনার কাছে এই প্রথম তথ্য পেলাম।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ