১৮ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে ভারত অপপ্রচার চালাচ্ছে: নাহিদ

১৮ জানুয়ারি, ২০২৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারত চায় বাংলাদেশে উগ্রবাদ চলুক এবং সেই পরিস্থিতি বিশ্বকে দেখাতে চায়। এজন্য ভারত বাংলাদেশে উগ্রবাদের বিষয়টি তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে।

শনিবার (১২ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, রাজপথের পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা ফেক আইডি খুলে এসব গুজব প্রচার করছে, যা নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, “অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা ভোগ করছি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় যারা রক্ত দিয়েছেন, সেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে অন্তর্বতীকালীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে।”

এর আগে, নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন এবং বিশ্ববিদ্যালয় মাঠে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ