34 C
Dhaka
Friday, September 20, 2024

বাংলাদেশে যা কল্যাণকর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরেই হয়েছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

জামায়াত ও বিএনপি মাঝে মাঝে অভিমান করে ছেড়ে যাওয়ার নাটক করলেও ভিতরে ভিতরে তাদের গলায় গলায় খাতির আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর বহু স্বপ্ন ছিল। সেই স্বপ্নের একটা তিনি নিজেই বাস্তবে রূপ দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। আমার বিশ্বাস, আল্লাহ স্বাধীনতার জন্য একজনকে এবং অর্থনীতির মুক্তির জন্য পৃথিবীতে আরেকজনকে পাঠিয়েছেন (বঙ্গবন্ধু ও শেখ হাসিনা)। বাংলাদেশে যা কল্যাণকর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। শেখ হাসিনার হাত ধরে এত স্বল্প সময়ে এত উন্নয়ন হয়েছে যা পৃথিবীতে বিরল।’

আজ বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের আয়োজনে  আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার করতে দেয়নি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট এলেই জন্মদিন পালন করে উল্লাস করে বিএনপি। খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করলে আমাদের ও দেশবাসীর আপত্তি নেই। কিন্তু ভুয়া জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করলে দেশের জনগণের আপত্তি আছে। সত্যের মুখোমুখি হতে কেন এতো ভয় পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার করতে যেমন দেননি জিয়াউর রহমান। তারও হত্যার বিচার হয়নি। জিয়াউর রহমানের কফিনে লাশ ছিল বলে একটা প্রমাণ কি দেখাতে পারবেন? চট্টগ্রাম থেকে লাশ এনে জানাজা পড়েছেন। তখন কফিনে তার লাশ আছে এর একটা ছবি কি দেখাতে পারবেন? একটা প্রমাণ দেখাতে পারবেন?’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের অনেক বিচার বাকি আছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার জিয়াউর রহমান বন্ধ করেছিলেন। তিনি মানুষের আদালত থেকে বেঁচে গেলেও ইতিহাসের আদালত থেকে রেহাই পাননি। শুধু মানুষের আদালতই না, ইতিহাসের আদালতও আছে। আরও অনেক বিচার বাকি আছে মির্জা ফখরুল সাহেব!’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ভয় দিয়ে কথা বলেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। আপনারা ভয় পান কেন? ভয়কে যারা জয় করতে জানে না তারা কাপুরুষ। তাদের রাজনীতি করা অধিকার নেই। ভয়কে জয় করতে শিখুন।’

তিনি বলেন, ‘বিএনপির যতগুলো মিটিং আমরা দেখছি সবগুলোতে মারামারি। মারামারি নিজেরা করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আর অপবাদ দিচ্ছে আওয়ামী লীগ বাধা দেয়। অপেক্ষা করুন, নির্বাচন আসুক। নির্বাচনে অংশ নেন, দেখবেন কার কতটুকু জনপ্রিয়তা।’

দলের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে, মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হবে। আমরা কাউকে আক্রমণ করব না। আমাদের কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া দিতে হবে।’

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...