রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ণ

চন্ডিকা হাথুরুসিংহে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সোমবার ঢাকায় পৌঁছান এবং নতুন ভূমিকায় তার প্রথম দিন হিসেবে মঙ্গলবার দলের অনুশীলন সেশনে যোগ দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে তার সফল প্রথম কার্যকালের পর পরবর্তী দুই বছরের জন্য পুনরায় নিয়োগ দিয়েছে।

তার প্রথম মেয়াদে বাংলাদেশ দেশে ও বিদেশে বেশ কয়েকটি ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে, যার মধ্যে রয়েছে- ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি বিখ্যাত জয় এবং পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়।

মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায় হাথুরুসিংহেকে।

তবে তিনি এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বুধবার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, যেখানে হাথুরুসিংহে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং দলের জন্য তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ