মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
Homeআন্তর্জাতিকবাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে: ভারতের সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে: ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সামরিক ক্ষেত্রে দু’পক্ষের সম্পর্ক আগের মতোই আছে। আজ পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো পক্ষ থেকে বৈরী কোনো অবস্থা দেখা যায়নি। বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, তখনো লাগাতার যোগাযোগ ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় আগে ছিল, তা সেরকমই আছে।

সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ নিয়ে ভারতের সাংবাদিকদের প্রশ্নে জেনারেল দ্বিবেদী এসব কথা জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের সেনাপ্রধান (জেনারেল ওয়াকার-উজ-জামান) সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেটা তুলে ধরতে চাই। তিনি বলেছেন যে, ‘আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ।’ উলটোটাও ঠিক-কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের (ভারতের) জন্য গুরুত্বপূর্ণ।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একই সঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে, কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।

ভারতীয় সেনাপ্রধান জানান, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে কোনরকম বিরূপ পদক্ষেপ দেখানো হয়নি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান, আগে যে যৌথ মহড়া হতো, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ