ইসরায়েলের বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার নিয়ে দেশটিতে সৃষ্ট সংকট বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যে নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বাইডেন তার বক্তব্যে বলেছিলেন, নেতানিয়াহুর উচিত বিচারব্যবস্থার পরিবর্তন বাতিল করা। এই পদক্ষেপে ইসরায়েলে বিক্ষোভের জন্ম দিয়েছে এবং দেশটির সরকারের জন্য একটি রাজনৈতিক সংকট তৈরি করেছে।
‘এই পথে তারা (ইসরায়েল) চলতে পারে না’, বলেই সাংবাদিকদের জানিয়েছিলেন জো বাইডেন।
এরপরই এক টুইট বার্তায় নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র যে নিজের সিদ্ধান্ত জনগণের ইচ্ছায় গ্রহণ করে। বন্ধু রাষ্ট্রসহ বিদেশিদের চাপের ভিত্তিতে নয়।
এর আগে বিচারব্যবস্থা সংস্কারের দাবিতে দেশটির মধ্যে চলমান আন্দোলনের মুখে নেতানিয়াহু সোমবার বাধ্য হন সাময়িক সময়ের জন্য এটি নিয়ে আলোচনা পিছিয়ে দিতে। টানা ১২ সপ্তাহ ধরে এ বিষয়ে আন্দোলনে ইসরায়েল অনেকটা অচল হয়ে পড়েছিল।
বাইডেন বলেছেন, তিনি হস্তক্ষেপ করছেন না। কিন্তু তিনি যখন নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর একটি চেষ্টার কথা উল্লেখ করেছেন তখন সন্দেহ পোষণ করেছেন।
নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত নেতানিয়াহুকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়নি। মঙ্গলবার নেতানিয়াহুকে শিগগিরই আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে বাইডেন বলেছেন, না, খুব দ্রুত আমন্ত্রণ জানানো হচ্ছে না।