শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

বাঘায় বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৮ জানুয়ারি, ২০২৫, ০৫:০৮ অপরাহ্ণ

মো. মাসুম ইসলাম, বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় এক বাক প্রতিবন্ধী ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিগ্রাম
ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে। কিশোরীর মা বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায় , গত সোমবার (১ মে) দুপুর আনুমানিক ১২ টায় বাক প্রতিবন্ধী কিশোরীকে প্রতিবেশী গোলাম মোস্তফার ছেলে রিফাত (১৮) বাড়িতে ফুসলিয়ে ডেকে ধর্ষণের চেষ্টা করে।

প্রতিবন্ধীর ভাই অভিযোগ করে বলেন, আমার বোন বাক প্রতিবন্ধী। তাকে আমরা সব সময় চোখে চোখে রাখি। আমার বাবা ইট ভাটায় কাজ করে। আমি বাজারে ছিলাম। আমার মা বাড়ির কাজ করছিল। এমন সময় আমার মা বোনকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজা খুঁজি শুরু করে। খোঁজা খুঁজির এক পর্যায়ে আমাদের প্রতিবেশী রিফাত এর বাড়িতে যায় এবং ঘরের দরজাতে ধাক্কা দিয়ে ভেতর থেকে বন্ধ পায়।

তিনি জানান, সে চলে আসতে লাগে এমন সময় ভেতর থেকে দরজা খোলে এবং আম্মু তখন বোনকে দেখতে পায় ও তড়িঘড়ি করে ঘরের ভেতরে প্রবেশ করে। সেখানে যেয়ে দেখে বোন ভয়ে ব্যাকুল হয়ে বিবস্ত্র অবস্থায় বিছানায় শুয়ে আছে। আম্মু কাঁদতে কাঁদতে বোনকে নিয়ে বাসায় চলে আসে। এর পর আমরা থানায় বিষয়টা জানায় এবং আম্মু বাদী হয়ে মামলা করে। বাঘা থানা পুলিশ আসামি কে অল্প সময়ের মধ্যেই আটক করেছে। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ মো.খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।আসামি রিফাত কে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ