১৮ জানুয়ারি, ২০২৫

বাঘায় ২১৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮ জানুয়ারি, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলাধীন গড়গড়ী ইউনিয়নের এক মাদক ব্যবসায়ী কে ২১৫ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বুধবার (৭ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৯ টার সময় মো. টুটুল সরকার(৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ২১৫ পিচ ইয়াবাসহ আটক করেছে বাঘা থানা পুলিশ। তিনি গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া এস আই শাহনেওয়াজ সজল একটি গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে  বাঘা থানার গড়গড়ী ইউনিয়নের বেংগাড়ী শিমুলতলী ঘাটে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় মোঃ টুটুল সরকারের (৪৩) শরীর তল্লাশি করে প্যান্টের ডান পকেটে সাদা পলিথিনে সংরক্ষিত ২১৫ পিচ ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আমিনুল ইসলাম জুয়েল বলেন, বুধবার রাতে ইয়াবাসহ মো. টুটুল সরকার নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মাদক মামলাসহ আদালতে প্রেরণ করা হবে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ