দেশের বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে জনগণের ত্রাহি অবস্থা। নিয়মিত খাবার ডিম-আলুর দামও চলে যাচ্ছে নাগালের বাইরে। এ প্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো তিন কৃষি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। সেগুলো হলো আলু, দেশি পেঁয়াজ ও ডিম। গত বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশি এই দাম ঘোষণা করেন।
বাণিজ্যমন্ত্রীর ঘোষণার পরও তা বাজারে কার্যকর হয়নি। দাম বেঁধে দেওয়ার পরদিন শুক্রবার থেকেই কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, নির্ধারিত দরের চেয়ে অনেক বেশিতে এসব পণ্য বিক্রি হচ্ছে।
পণ্যের বাজারে অস্থিরতা বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালাতে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খবর শোনার পরই ব্যবসায়ীরা এসব পণ্যের দাম কমিয়ে দেন।
হঠাৎ করেই অভিযানের খবরে ব্যবসায়ীরা দোকানে টানিয়ে দিয়েছেন মূল্য তালিকা। এ সময় কিছু দোকানে আলু, পেঁয়াজ, ডিম আগের চেয়ে কম দামে বিক্রি করতেও দেখা যায়। যদিও সকাল থেকে বেশিরভাগ দোকানে মূল্য তালিকা দেখা যায়নি।
এ বিষয়ে ব্যবসায়ীদের ভাষ্য, বেশি দামে আগে এসব পণ্য কিনে রাখায় তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না।
এ নিয়ে রাজধানীর কতিপয় খুচরা ব্যবসায়ী বলেন, তারা সরকারের নির্ধারিত এ দর সম্পর্কে কিছু জানেন না। আবার কেউ কেউ বলেছেন, সরকার যে দরে ডিম, আলু, পেঁয়াজের দর নির্ধারণ করেছে তাতে বিক্রি করা সম্ভব নয়। কারণ, পাইকারিতেই এসব পণ্যের দাম বেশি। আড়ত থেকে যে দরে ডিম কেনা পড়ে, তাতে প্রতি হালিতে সামান্য মুনাফায় বিক্রি হয়।