রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বাজেটে দাম কমছে যেসব পণ্যের

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। দেশের ইতিহাসে এবারই প্রথম পূর্বের বাজেটের চেয়ে কম আকারের বাজেট উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত এই বাজেটে রাজস্ব আদায় ও ভোক্তার স্বার্থ বিবেচনায় বেশকিছু পণ্যের আয়কর, শুল্ক ও ভ্যাট কমানো হয়েছে। ফলে বাজারে এসব পণ্যের দাম কমতে পারে।

প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ফলে কমতে পারে গ্যাসের দাম। বর্তমানে এলএনজি আমদানির সময় ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর দিতে হয়। আবার গ্রাহক পর্যায়ে বিক্রির সময় ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ উৎসে কর দিতে হয়। এর বাইরে এলএনজি মার্জিনের বিল পরিশোধের সময় গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে ৫ শতাংশ উৎসে কর কাটা হয়।

ক্রুড ফুয়েল অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেলের ওপর শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে ৩ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে।

এছাড়া স্থানীয় শিল্প যেমন- টায়ার, টিউব, ব্রেক সু, ব্রেক প্যাড, মার্বেল ও গ্রানাইট উৎপাদনের জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে প্রস্তাবিত বাজেটে।

চামড়া শিল্পের জন্য কিছু রাসায়নিক উপাদানে শুল্ক ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে এ শিল্পে ব্যবহৃত উপকরণের মূল্য কিছুটা কমতে পারে।

বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। বর্তমানে ১ শতাংশ উৎসে কর রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে- ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, মোটা আটা, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিয়া পাতা, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল। সেক্ষেত্রে এসব পণ্যের দাম কমতে পারে। যা সাধারণ মানুষের জন্য সুখবর বলা যায়।

প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে কম মূল্যে ইন্টারনেট সেবা পাওয়া যেতে পারে। একইসঙ্গে কর কমছে ভূমি নিবন্ধনে।

প্রস্তাবিত বাজেটে পরিবেশবান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ৩ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে রিসাইক্লিং শিল্পের পণ্য কম দামে মিলতে পারে। একইসঙ্গে স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ ও বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। ফলে কম দামে কম্পিউটার মনিটর কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া সকল ধরনের আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে আইসক্রিমের দাম কমতে পারে।

প্রস্তাবিত বাজেটে ই-বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে। ফলে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে ই-বাইক। কমবে আমদানি করা চিনির দাম। আবার সয়াবিন ও কাগজ শিল্পের কাঁচামালে শুল্ক হ্রাস করায় স্বস্তি মিলবে সেখানেও।

সাশ্রয়ে মূল্যে মিলবে ক্রিকেট ব্যাট। দেশি সফটওয়্যার উন্নয়নে বাড়তি ‍সুবিধা দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে এতে। কমতে পারে বিদেশি জুসের দাম। সবরকমের নন-অ্যালকোহলিক জুস আমদানির ওপর সম্পূরক শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব রয়েছে বাজেটে। ফলে বিদেশি জুস মিলতে পারে তুলনামূলক কম দামে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

দুইদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট

দুইদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদসংস্থা জিও নিউজ। সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ...

৮ হাজার ডলারে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা

আট হাজার ডলারে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ব্যবহৃত একটি মোজা। প্রয়াত এই পপ সুপারস্টার মোজাটি ১৯৯০-এর দশকে ফ্রান্সে একটি কনসার্টের সময় পরেছিলেন। ফরাসি নিলামকারী অরোর...

জুলাইযোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে:এ্যানি

শাহবাগে জুলাইযোদ্ধাদের পক্ষে বিপক্ষে মারামারির ঘটনায় ব্যথিত ও আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমি-আপনি-আপনারা, দেশের মানুষ সবাই...

হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু রোববার

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও স্বাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার। এদিন বিচারিক কার্যক্রম তৃতীয় দিনের মতো...

সম্পর্কিত নিউজ

দুইদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট

দুইদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে...

৮ হাজার ডলারে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা

আট হাজার ডলারে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ব্যবহৃত একটি মোজা। প্রয়াত এই পপ সুপারস্টার...

জুলাইযোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে:এ্যানি

শাহবাগে জুলাইযোদ্ধাদের পক্ষে বিপক্ষে মারামারির ঘটনায় ব্যথিত ও আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম...