চোটের কারণে অবশেষে সাকিবকে ছাড়াই ভারতের বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছেন বাংলাদেশ।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বদলে নেতৃত্ব দিবেন নাজমুল হোসান শান্ত।
হোটেল থেকে পরিপূর্ণ প্রস্তুতি সেরে মাঠে গেলেও মাঠে নামা হচ্ছে না তার। টিম ম্যানেজমেন্ট সাকিবকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না।
সাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। দলে বোলিং ইউনিটে ভারসাম্য আনতেই নেওয়া হয়েছে তাকে। এছাড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে এসেছেন তরুণ পেসার হাসান মাহমুদ।
ওপেনিং অবস্থানে যথারীতি থাকছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ধারবাহিকভাবে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়। এরপরেই নামবেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ নামবেন এরপরেই।
এদিকে বোলিংয়ে নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তিন পেসারের পাশাপাশি স্পিন বিভাগে নাসুম এবং মিরাজই থাকছেন বাংলাদেশের ভরসা হিসেবে।