28 C
Dhaka
Tuesday, September 17, 2024

বাবার সঙ্গে ভোট দেখতে গিয়ে ককটেল বিস্ফোরণের শিকার শিশু তানভির

ডেস্ক রিপোর্ট:

শখের বশে বাবার সঙ্গে ভোটকেন্দ্র দেখতে গিয়ে আহত হয়েছে আট বছর বয়সী তানভীর। রাজধানী ঢাকার হাজারীবাগ জামেয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার সামনে ককটেল বিস্ফোরণে শিশু তানভীর ও তার বাবা মো. বাদল মিয়া (৪৫) আহত হয়েছেন।

আজ ৭ জানুয়ারি রোববার সকাল ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশজুড়ে ভোটগ্রহণ চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে অনেককেই শিশুদের নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেখা গেছে। তেমনই একজন তানভির। বাবার কাছে আবদার ধরে ভোটকেন্দ্রে যায় সে। তবে, সেখানেই ককটেল হামলার শিকার হন বাবা-ছেলে।

আহত তানভীরের পিতা বাদল মিয়া জানান, ‘আমি স্ত্রী সন্তান নিয়ে হাজারীবাগের বটতলা এলাকায় থাকি। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি আমি। সকালে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসেছি। কিন্তু আমার ছেলে বায়না ধরে সে ভোটকেন্দ্র দেখতে যাবে। তাই আমি তাকে ভোটকেন্দ্র দেখাতে গিয়ে পাশের এক দোকান থেকে চকলেট কিনে দিচ্ছিলাম।’

‘এমন সময় পরপর দুইটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আমি, আমার ছেলে এবং অপর এক ব্যক্তি আহত হন। আমার ছেলের ডান পায়ে এবং আমার মুখের ঠিক নিচে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়। আমার ছেলেকে জরুরি বিভাগের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আগে জানলে আমার ছেলেকে কিছুতেই ভোটকেন্দ্র দেখাতে নিয়ে যেতাম না।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...