28 C
Dhaka
Sunday, September 22, 2024

বাম ঐক্যের সাথে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়েছে: বুলু

ডেস্ক রিপোর্ট:

গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, আগামীদিনে রাজপথের আন্দোলন-সংগ্রামে তারা থাকবেন বলে জাতির সামনে ওয়াদা করেছেন।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি যে ২৭ দফা রূপরেখা দিয়েছে তা বাস্তবায়ন করতে নিরেপক্ষে সরকারে অধীনে নির্বাচনে জিতে আন্দোলনকারী দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার করবে। ২৭ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে পরবর্তী প্রজন্মের বাসযোগ্য করতে হবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি আনতে হবে।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী বলেন, ২৭ দফা দেওয়ার পর বিএনপি আমাদের আমন্ত্রণ জানিয়েছে। তাদের কথা শুনেছি। রাষ্ট্র মেরামতের ২৭ দফা বিশ্লেষণ করে দেখা গেছে, এতে দেশের কৃষক-শ্রমিক-মজুর-ছাত্র-যুবক-নারী-পুরুষ সবার কথা আছে। বিশ্বাস করতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবে। এই মেরামতের মধ্য দিয়ে গেলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ উন্নত হবে।

তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে বিএনপির সঙ্গে থাকব। তাদের ২৭ দফার সঙ্গে কিছু সংযোজন আছে। সেগুলো পরবর্তী বৈঠকে ঠিক করা হবে।

বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাম ঐক্যের আবুল কালাম আজাদ, ডা. শামসুল আলম, হারুন আল রশিদ, গণতান্ত্রিক বাম ঐক্যের সোস্যাল ডেমোক্রেটিক পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের নেতারা অংশ নেন।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...