31 C
Dhaka
Saturday, September 21, 2024

বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গাজীপুর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প সরকারের জন্য বড় সমস্যায় পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন, ‘এই রুটে কিছু জটিলতা আছে। আমি দায়িত্ব নেয়ার আগেই প্রকল্পটি শুরু হয়। প্রকল্পটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তবে, আমি প্রকল্প কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি- যে কোনো মূল্যে এর কাজ শেষ করতে। যাতে আমরা আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে এর উদ্বোধন করতে পারি।’

রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

উত্তরায় বিআরটি গার্ডার দুর্ঘটনার (১৫ আগস্ট) জন্য দায়ী চীনা কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কোম্পানিটিকে নির্মাণ কাজ শেষ করার অনুমতি দেয়া হলেও তারা বাংলাদেশে আর কোনো প্রকল্প পাবে না।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে মোট ১০০টি সেতু উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখনই কিছু সময় বের করতে পারবেন তখনই সেতুগুলো খুলে দেয়া হবে। উদ্বোধনের আগে চট্টগ্রাম অঞ্চলে তিনটি র‌্যালির আয়োজন করা হবে, যেখানে অধিকাংশ সেতু নির্মাণ করা হয়েছে। এমআরটি লাইন-৬ ও বঙ্গবন্ধু টানেলের প্রথম ধাপের কাজও শিগগিরই শেষ হবে।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ বিভিন্ন সংকটের মধ্যে থাকলেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখনো ভালো চলছে।

তিনি বলেন, ‘সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বিগ্ন নয় কারণ আমরা বর্তমান রিজার্ভ দিয়ে পাঁচ থেকে ছয় মাসের জন্য অর্থ পরিশোধ করতে সক্ষম হব। আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করছি বলে কোনো খাদ্য সংকট হবে না। আমরা ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি সমস্যা নিয়েও আলোচনা করব। সংক্ষেপে বললে আমরা যেকোনো সংকট মোকাবিলা করতে প্রস্তুত।’

বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...