নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও সরকার পতনের দাবিতে রংপুর থেকে দিনাজপুরে রোডমার্চ শুরু করেছে বিএনপি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া দ্বিতীয় দিনের রোডমার্চে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর আগে শনিবার রংপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে, ‘সরকার পতনের দাবিতে ঢাকার বাইরে যে রোডমার্চ শুরু হয়েছে তা শেষ হবে সরকার পতনের মধ্য দিয়ে।’
রংপুরের গ্রান্ড হোটেল মোড়ে রোডমার্চের প্রথম দিন বিএনপির কার্যালয়ে সামনে থেকে লং মার্চ শুরু হয়। এটি রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়।
গত ১৩ সেপ্টেম্বর রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৬ সেপ্টেম্বর রংপুর, সৈয়দপুরের দশ মাইল ও দিনাজপুরে প্রথম দিনের রোডমার্চ করে বিএনপি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া, সান্তাহার, নওগাঁ ও রাজশাহীর উদ্দেশ্যে দ্বিতীয় দিনের রোডমার্চ শুরু করেছে দলটি।
বিএনপি দলীয় সূত্রে জানা যায়, আগামী ২১ সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ, যশোর, নোয়াপাড়া ও খুলনায় এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম রোডমার্চের কথা রয়েছে বিএনপির। দলটির নেতাকর্মীরা এই রোডমার্চ কর্মসূচির মধ্য দিয়ে সরকার পতন হবে বলে আশা করছেন।