27 C
Dhaka
Saturday, September 21, 2024

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে মানুষ ভয় পায়: কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক হওয়ায় জনগণ বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে ভয় পায়।

সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করে নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে জনসভা করতে চায় বিএনপি। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে সরকার।

সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

কাদের বলেন, বিএনপির আমলে নির্বাচন প্রহসন ছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে ঘরে থাকতে দেয়া হয়নি।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে ধাপে ধাপে বাধা সৃষ্টি করা হয়েছে। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেন।

কাদের আরও বলেন, ‘তিনি সারা দেশে ঘুরেছেন এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতন্ত্রের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তিনি জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্রের শৃঙ্খল মুক্ত করেছেন।’

হোসেন সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দীর মৃত্যু নিয়ে রহস্য রয়েছে।

তিনি বলেন, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না আমরা এখনো জানি না।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...